নেত্রকোনা থেকে ময়মনসিংহ ঢাকাগামী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনকে কনভয় (পুলিশ র্যাব বিজিবি) পেট্রোলিংয়ের মাধ্যমে টহল দিয়ে সীমানা পার করছে। অবরোধের তৃতীয় দিনে ২ নভেম্বর বৃহস্পতিবার নেত্রকোনা শহরের পারলা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যৌথভাবে ময়মনসিংহ সীমানায় এগিয়ে দিচ্ছে। যাতে করে কোন ধরনের সহিংসতা না ঘটে। সে কারণে বাসে যাত্রী তোলা সম্পন্ন হলেই তারা এই প্রটোকল দিচ্ছেন। পুলিশ র্যাবের পিকাপ ভ্যানে নিরাপত্তা কার্যক্রম চালানো হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ মোহাম্মদ শিবলী সাদিক জানান, তারা কনভয় পেট্রোলিংয়ের মাধ্যমে টহল দিচ্ছে।
