শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বন্ধ সড়ক বাতি সচল করতে মাঠে নামছে ডিএনসিসি
বন্ধ সড়ক বাতি সচল করতে মাঠে নামছে ডিএনসিসি

বন্ধ সড়ক বাতি সচল করতে মাঠে নামছে ডিএনসিসি

বিভিন্ন সড়কে সড়ক বাতি বন্ধ অবস্থায় থাকার কারণ ও করণীয় নির্ধারণসহ বাতি সচল করতে মাঠে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে ৮ সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে বলা হয়, ডিএনসিসি এলাকায় স্থাপন করা এলইডি সড়ক বাতির মধ্যে বন্ধ বাতিগুলো বিষয়ে মতামত প্রদানসহ দায় ও করণীয় নির্ধারণে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গঠিত এই কমিটি বন্ধ সড়ক বাতির বিষয়ে মতামত, করণীয় ও দায় কার তা বের করবেন। সে অনুযায়ী সড়ক বাতির বিষয়ে মাঠে নামবে সিটি করপোরেশন। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে এসব বন্ধ সড়ক বাতি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা উত্তর সিটি সূত্রে জানা গেছে, ৮ সদস্যের এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সদস্য সচিব হিসেবে আছেন ডিএনসিসির অঞ্চল-৫ এর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ পরিচালক, ডেসকোর নির্বাহী প্রকৌশলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), ডিএনসিসির অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী, অঞ্চল-৪ এর সহকারী প্রকৌশলী এবং ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের সহকারী প্রকৌশলী।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =