মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৩-২০২৪ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ওই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত।
ওইসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণসহ সাঁতার প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টে ৮২ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।