শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে গাঙচিল এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেরপুরে গাঙচিল এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরে গাঙচিল এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি : শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠা বাষিকী এবং গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন দাদু ভাই এর ৬৭ তম জন্মদিন উপলক্ষে সাহিত্য আড্ডা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল কার্যালয়ে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, সমাজসেবক ও আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা।

গাঙচিল সভাপতিব কবি ও সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় জেলা সমন্বয়ক নূরুল ইসলাম মনি দাদু ভাই, উপদেষ্ঠা রোজিনা তাসমীন, রূপালী ব্যাংক এর জামালপুর-শেরপুর জেলার আঞ্চলিক ডেপুটি ম্যানেজার সাহিত্যানুরাগি মো. মনোয়ার হোসেন ও তিতাস গ্যাস ডিস্টিবিউশন এর জেলা ব্যবস্থাপক দুর্জয় খকসি।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা এবং কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা করা হয়।

এসময় গাঙচিল এর অন্যান্য নেতৃবন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ সাহিত্যানুরাগি বিভিন্ন পেশাজীবীর মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন বিন জুবায়েদ, এমএইচ মুকুল, খালিদুর রহমান, কাজি মাসুৃম, এ এম ফিরোজ, সোহাগী আক্তার, মকবুল হোসেন, ওমর ফারুক, জাহিদ হোসেন, মেহেদী হাসান শামীম, বেলায়েত হোসেন, নিখিল জেংছাম, নোমান মিয়া প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =