সোহেল রানা, শেরপুর প্রতিনিধি : শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠা বাষিকী এবং গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন দাদু ভাই এর ৬৭ তম জন্মদিন উপলক্ষে সাহিত্য আড্ডা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল কার্যালয়ে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, সমাজসেবক ও আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা।
গাঙচিল সভাপতিব কবি ও সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় জেলা সমন্বয়ক নূরুল ইসলাম মনি দাদু ভাই, উপদেষ্ঠা রোজিনা তাসমীন, রূপালী ব্যাংক এর জামালপুর-শেরপুর জেলার আঞ্চলিক ডেপুটি ম্যানেজার সাহিত্যানুরাগি মো. মনোয়ার হোসেন ও তিতাস গ্যাস ডিস্টিবিউশন এর জেলা ব্যবস্থাপক দুর্জয় খকসি।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা এবং কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা করা হয়।
এসময় গাঙচিল এর অন্যান্য নেতৃবন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ সাহিত্যানুরাগি বিভিন্ন পেশাজীবীর মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন বিন জুবায়েদ, এমএইচ মুকুল, খালিদুর রহমান, কাজি মাসুৃম, এ এম ফিরোজ, সোহাগী আক্তার, মকবুল হোসেন, ওমর ফারুক, জাহিদ হোসেন, মেহেদী হাসান শামীম, বেলায়েত হোসেন, নিখিল জেংছাম, নোমান মিয়া প্রমুখ।