ভারতের রাজধানী দিল্লিতে গত ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনের দিন টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে অনুষ্ঠান স্থল ভারত মন্ডপমে। থইথই পানির একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এটি নিয়েই কংগ্রেসসহ বিরোধী দলগুলোর তীব্র কটাক্ষের মুখে ক্ষমতাসীন বিজেপি সরকার।
পানিতে ভেসে যাওয়া সভাস্থলের একটি ভিডিও এক্স হ্যান্ডেল (আগের ট্যুইটার) এ পোস্ট করে যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বিভি লিখেছেন, ‘বিকাশ সাঁতার কাটছে’।
অনেকে মনে করছেন এই ক্যাপশনে মূলত বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানকেই ব্যঙ্গ করেছেন শ্রীনিবাস।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রগতি ময়দানে জি-২০ সভাস্থলের পুরো এলাকা পানিতে ভেসে গেছে। সেখানে পাম্প করে পানি বের করারও চেষ্টা করা হচ্ছে।
এদিকে তৃণমূলের সাংসদ সাকেত গোখলেও বিজেপি সরকারের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, চার হাজার কোটি টাকা খরচ করার পর এই হচ্ছে পরিকাঠামোর অবস্থা। জি-২০ তহবিলের জন্য বরাদ্দ এই চার হাজার কোটি টাকার কতটা নিজের পকেটে ঢুকিয়েছে মোদী সরকার?
এদিকে বিরোধী দলগুলোর সব অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, পুরনো ভিডিও পোস্ট করে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা।
এছাড়া পানি জমার কথা স্বীকার করে দিল্লির পিডব্লিউডি কর্মীরা জানিয়েছেন, রাতভর বৃষ্টি হওয়ায় কিছু জায়গায় পানি জমেছিল। যদিও তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।