এদিন শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মানিক ফুটবল একাডেমির শিশুদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। একাডেমির ৩৫ শিশু ছাড়াও ৫০ শিশুকে এক ডোজ করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
কালের কণ্ঠ’র শেরপুর জেলা প্রতিনিধি হাকিম বাবুল এ কর্মসূচির উদ্বোধন করেন। বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির সভাপতি গোলাম শাহরিয়ার রবিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বিতার্কিক এস এম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সহসভাপতি ইশতিয়াক চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা কৃমিসংক্রান্ত জটিলতা, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার উপকারিতা, নিয়মাবলি, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।