শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে দুঃস্থ ডায়াবেটিস রোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
শেরপুরে দুঃস্থ ডায়াবেটিস রোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

শেরপুরে দুঃস্থ ডায়াবেটিস রোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের ৩৪ তম মৃত্যু বার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও দুস্থ ডায়াবেটিক রোগিদের মাঝে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর বুধবার সকালে শেরপুর ডায়াবেটিস হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খায়রুম। অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া সভাপতিত্বে ও শেরপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, অর্থোপেডিক-সার্জারী বিভাগ, ডা: মোঃ সাইফুল ইসলাম, শেরপুর জেলা হাসপাতালের কনসালটেন্ট সার্জারী ডাঃ মো: মিজানুর রহমান, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ শামীম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ ডায়াবেটিস সমিতির অন্যন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here