মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের ৩৪ তম মৃত্যু বার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও দুস্থ ডায়াবেটিক রোগিদের মাঝে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর বুধবার সকালে শেরপুর ডায়াবেটিস হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খায়রুম। অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া সভাপতিত্বে ও শেরপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, অর্থোপেডিক-সার্জারী বিভাগ, ডা: মোঃ সাইফুল ইসলাম, শেরপুর জেলা হাসপাতালের কনসালটেন্ট সার্জারী ডাঃ মো: মিজানুর রহমান, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ শামীম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ ডায়াবেটিস সমিতির অন্যন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
