মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকা থেকে ভারতীয় (৫৫ ) বোতল মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার ভোর (৫ ) টার দিকে পৌরসভার দক্ষিণ বাজার এলাকার একটি বাসা থেকে ইমনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে যানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি টিম পৌরসভার দক্ষিণ বাজারস্থ জনৈক নজরুল ইসলাম এর বাসায় অভিযান পরিচালনা করে। এসময় তার নিজের বসতঘর থেকে (৫৫) বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমনকে হাতেনাতে গ্রেফতার করা করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা (ভারপ্রাপ্ত ) কর্মকর্তা, এমদাদুল হক বলেন, মাদক ব্যবসায়ী হাসিবুল হাসান ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।