শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন ছোট্ট এই ছেলেটা এখন টলিউডের নায়ক, চিনতে পারছেন?
ছোট্ট এই ছেলেটা এখন টলিউডের নায়ক, চিনতে পারছেন?

ছোট্ট এই ছেলেটা এখন টলিউডের নায়ক, চিনতে পারছেন?

ছোট্ট পায়ে লাল মোজা, লাল প্যান্ট। গায়ে ম্যাচিং করা সোয়েটার। মাথায় টুপি—এমন আদুরে ছবি শেয়ার করেছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। ‘তখনও সরল ছিলাম। আজও সরল’, এই ক্যাপশন দিয়েই ছবিটি পোস্ট করেছেন নায়ক। চিনতে পারছেন? কৌতূহলী চোখের এ ছবি দেখে তাকে চেনা বেশ ‘মুশকিলই’।

এ ছবি অঙ্কুশ হাজারার ‘সরল’ ছোটবেলার।

যা দেখে কেউ লিখেছেন, “ছোট্ট হরিপদ ব্যান্ডওয়ালা”, কেউ আবার লিখেছেন, “আহা কি সরল কি সরল। সেতো বোঝাই যায়!” অনেকেই অঙ্কুশের এই ছোটবেলার ছবিতে ভালবাসার ইমোজি দিয়েছেন। অনেকে আবার বেশ তা দেখে বেশ অবাক হয়েছেন। ছোট্ট অঙ্কুশের চোখে যেন ফুটে উঠেছে ছোটবেলার সারল্য।

এদিকে ছোটবেলার ছবি হাতে পেয়ে যে নায়ক যে তার ছোটবেলায় ফিরে গিয়েছেন বোঝা গেল তার পোস্টে। বেশ অনেক দিন আগে ঘটা করে অঙ্কুশ ঘোষণা করেছিলেন তার প্রযোজনা সংস্থার কথা। প্রথম ছবি ‘মির্জা’র কথাও জানিয়েছিলেন সে দিনই। তবে সেই ছবি কবে শুরু হবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সদ্য প্রকাশ্যে এসেছে নায়কের আগামী ছবির লুক। জুটি বাঁধছেন প্রিয়ঙ্কা সরকার এবং অঙ্কুশ। ছবির নাম ‘কুর্বান’।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here