শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা নিউজিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না শান্তর
নিউজিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

নিউজিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। সেই চোট কাটিয়ে মাঠে ফিরতে বেশ কয়েক দিন সময় লাগবে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে এই ব্যাটারকে পাবে না বাংলাদেশ। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন শান্ত। তবে সেই ম্যাচে হালকা চোট নিয়েই ব্যাটিং করেছিলেন। পরের দিন তার এমআরআই করানো হয়।

এই চোট গুরুত্বর না হলেও মাঠে ফিরতে আরও অন্তত ৩-৪ সপ্তাহ সময় লাগবে শান্তর। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও তার সার্ভিস পাচ্ছে না দল। পুরো ফিট হয়ে বিশ্বকাপ দিয়েই আবারও মাঠে ফিরবেন এই ইনফর্ম ব্যাটার।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ। ২৩ ও ২৬ তারিখ সিরিজের বাকি দুটি ওয়ানডে। ৩ ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 17 =