দূরপাল্লার নতুন অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তার দেশ এমন একটি অস্ত্র তৈরি করেছে যা ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
আর এটি চলতি সপ্তাহে রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে হামলার স্পষ্ট উল্লেখ যা বেশ কয়েকটি রুশ সামরিক বিমান ধ্বংস করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, দূরপাল্লার নতুন এই অস্ত্রটি ইউক্রেনের মিনিস্ট্রি অব স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এই অস্ত্রের বিষয়ে আর কোনও বিশদ বিবরণ দেননি।
আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৃহস্পতিবার রাতে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমাদের নতুন ইউক্রেনীয় অস্ত্রের পরিসর এখন ৭০০ কিলোমিটার। এখন যে কাজ করতে হবে, তা হলো- অস্ত্রের এই পরিসর বা পাল্লা আরও বড় করা।’
আল জাজিরা বলছে, নতুন ইউক্রেনীয় দূরপাল্লার অস্ত্রের বিষয়ে জেলেনস্কির এই দাবি এমন এক সময়ে সামনে এলো যখন শুক্রবার ভোরে রাশিয়ান এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার পশ্চিম অঞ্চল পসকভে ‘অজ্ঞাত একটি বস্তুকে ধ্বংস করেছে’ আকাশ প্রতিরক্ষা ইউনিট।
এই একই অঞ্চলে গত বুধবার ইউক্রেনীয় হামলায় ঘটনা ঘটে এবং ওই হামলায় আইএল-৭৬ মডেলের রাশিয়ার চারটি ভারী সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার এই অঞ্চলটি লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত।
যদিও রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট কোনও হামলার বিষয়ে ইউক্রেন খুব কমই সরাসরি মন্তব্য করে থাকে, তারপরও প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার দু’বার ইঙ্গিত করেন যে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার পসকভে ওই হামলার পেছনে ছিল।
বৃহস্পতিবার রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের নতুন ইউক্রেনীয় অস্ত্রের ফলাফল ৭০০ কিলোমিটার দূরে (পাওয়া যাচ্ছে)। এবং এখন কাজ হচ্ছে- আরও কিছু করা।’
আল জাজিরা বলছে, রাশিয়ার পসকভ অঞ্চলে যে বিমানবন্দরটি হামলার শিকার হয়েছে, তা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৭০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। যদিও ইউক্রেনের পশ্চিমা মিত্ররা সাধারণত কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার জন্য সরবরাহ করা অস্ত্র ব্যবহার করতে নিষেধ করে, তবে তারা এটাও বলেছে, রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে নিজস্ব অস্ত্র দিয়ে আক্রমণ করার অধিকার ইউক্রেনের আছে।
এর আগে গত বুধবার লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ান পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া ড্রোন হামলার পাশাপাশি সেখানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
ড্রোন হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া আইএল-৭৬ মডেলের ওই বিমানগুলো দীর্ঘদিন ধরে রাশিয়ান সামরিক বাহিনীর ওয়ার্কহর্স ছিল।