অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওএহাব) কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আইরিন হোসেন।
শনিবার (২৬ আগস্ট) রাজধানীর একটি রেস্তোরাঁয় অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশান অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আবহাওয়াগত কারণে ডিজিজ প্যাটার্ন পরিবর্তনের বিষয়ে গবেষণা, জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করবে অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। একইসঙ্গে পেশাগত স্বাস্থ্য সচেতনতা এবং পেশার সঙ্গে সম্পর্কযুক্ত রোগব্যাধি নিয়ে গবেষণা করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিয়ে কাজ করবে।
কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শফিউর রহমান। সভায় সামগ্রিকভাবে প্লাটফর্মের আওতায় নিকট ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শেখ আক্তার আহমাদ এবং অধ্যাপক ডা. মঞ্জুরুল হক খান।