ইয়ামাহা ফ্যাক্টরিতে বার্ষিক সম্মাননা অনুষ্ঠান হয়েছে। রোববার (১৬ জুলাই) এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফ্যাক্টরিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কাজের স্বীকৃতিসরূপ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কলাবোরেটেড পার্টনার। এসিআই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ১১৬ টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।
ইয়ামাহা সবসময় গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির সব মোটরসাইকেল বাজারে আনে। যার কারণে দেশের বাজারে এর চাহিদা অন্য যেকোনো ব্র্যান্ড থেকে আলাদা। বর্তমানে ১৫০ সি সি ক্যাটাগরিতে বিক্রির শীর্ষে রয়েছে ইয়ামাহা। ২০১৯ সালে গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা জাপানের কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে এসিআই মোটরস। শুরু থেকেই কারখানাটি দক্ষ জনবল দিয়ে তৈরি করা অত্যাধুনিক প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে সরবরাহ করে আসছে।