শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা
শেরপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা

শেরপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা

সোহেল রানা,শেরপুর প্রতিনিধি: শেরপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই কর্মশালার ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। এমসিএইচ-সার্ভিসেস ইউনিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ। কর্মশালায মূল বক্তব্য উপস্থাপন করেন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উপপরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের পরিচালক ডা. মো. মাহমুদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. রায়হানুল ইসলামসহ আরও অনেকে


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =