শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার ২২ জুন সকালে নালিতাবাড়ী পৌরশহরের কামারপট্রি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হেরোইন সেবনের অপরাধে কামারপট্রি এলাকায় মো. আঃ হাকিম মিয়ার পুত্র মো. শাহিন আলম মোল্লা ও ছিটপাড়া মহল্লার মৃত হাসেম মিয়ার পুত্র আকতার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ড প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. এনামুল হকসহ পুলিশ সদস্যরা।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল জানান, মাদককের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।