শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় নাম পরিবর্তন করল স্কয়ার ফার্মা ও টেক্সটাইলস
নাম পরিবর্তন করল স্কয়ার ফার্মা ও টেক্সটাইলস

নাম পরিবর্তন করল স্কয়ার ফার্মা ও টেক্সটাইলস

নাম পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দুইটি কোম্পানি নিজেরাই এই তথ্য ডিএসইকে জানিয়েছে।

 

স্কয়ার টেক্সটাইল লিমিটেড নাম পরিবর্তন করে রেখেছে স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আর স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ফার্মাসিউটিক্যালস পিএলসি।

২০০২ সালে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলস পিএলসির শেয়ার বৃহস্পতিবার দিনের শুরুতে মূল্য ছিল ৬৭ টাকা ৫০ পয়সা। ১৯৭ কোটি টাকার ২৫ লাখ ২০ হাজার টাকার কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৯ কোটি ৭২ লাখ ৫২ হাজারটি।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার আজ দিনের শুরুতে লেনদেন হয়েছে ২০৯ টাকা ৮০ পয়সাতে। প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুটি কোম্পানি শেয়ারহোল্ডারদের প্রতিবছর ভালো লভ্যাংশ দিয়ে যাচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =