শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” এ বিষয়ের উপর দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত দুর্নীতি প্রতিরোধ কর্মসূচী আওতায় ঝিনাইগাতীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাসেম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সহ বক্তব্য ও পুরস্কার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারি পরিচালক মো. জাহিদুল ইসলাম, উপ-সহকারি পরিচালক মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রোস্তম আলী ও সাংবাদিক জিয়াউল হক প্রমুখ। এতে বিচারক মন্ডলী হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আলীম আল রেজা নিক্সন ও দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারি পরিচালক মো. আবুল কালাম আজাদ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩ জন এবং মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এতে ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। এবং শ্রেষ্ট বক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করে, ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম ম্রেনির শিক্ষার্থী শায়মা ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিতাদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিগণ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =