শেরপুর প্রতিনিধি : সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ শেরপুর মেট্রো অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের রঘুনাথ বাজারস্থ কোরাইশী কমপ্লেক্স ৩য় তলায় কেক ও ফিতা কাটার মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর লিঃ সিইও মীর রাশেদ বিন আমান।সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর লিঃ ব্র্যাঞ্চ ম্যানেজার মোবারক হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীর সেলস্ ম্যানেজার এসএম মহিউদ্দিন ফারুকী, এ এস এম ও সদস্য শরিয়াহ কাউন্সিল মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, শ্রীবরদী ঝিনাইগাতী আসনের আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা প্রমুখ।
শেরপুর মেট্রোর ইউনিট ম্যানেজার ও ইনচার্জ মোহাম্মদ আব্দুল খালেক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফিনান্সিয়াল এসোসিয়েট শাহনেওয়াজ নোমান, মডেল গার্লস ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তপন সরোয়ার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কর্মী ও গ্রাহকরা অংশ নেন।