রাত পোহালেই সিলেট সিটি করপোরেশনের ভোট। কেন্দ্রগুলোতে বৈরি আবহাওয়ার মধ্যেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনি সরঞ্জাম বিতরণ চলছে। বেলা ১১টার সময় কথা থাকলেও বৃষ্টির কারণে ২ ঘণ্টা পর শুরু হয় বিতরণের কাজ।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা গেলেও, বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে জানান তিনি।
ফয়সল কাদের আরও জানান, ভোটের দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট হবে ইভিএমে এবং কেন্দ্রে ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় তদারকি করবে কমিশন।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরুর কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে তা বাধাগ্রস্ত হয়। কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম নিয়ে যেতে বেশ বেগ পেতে হয় প্রিজাইডিং কর্মকর্তাদের।
সিলেট সিটির নির্বাচনে মেয়র পদে আট জন, কাউন্সিলর পদে মোট ৩৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এই করপোরেশন নির্বাচনে ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানান ফয়সল কাদের। সিটিতে ভোটকেন্দ্রে ১৭৪৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
নির্বাচনে নিরাপত্তা তদারকি নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার মুহাম্মদ মেহেদী হাসান জানান, এ নির্বাচনে প্রায় পাঁচ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সিলেট সিটি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ যথাযথভাবে কাজ করবে।