শেরপুর প্রতিনিধি: পরিবেশ রক্ষার্থে শেরপুরে আনসার ও ভিডিপির সদস্যরা ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করেছেন। সোমবার ১৯ জুন সকাল ১১টায় শহরের অষ্টমীতলা জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষন কেন্দ্রে ওই বৃক্ষরোপণের উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, সার্কেল অ্যাডজুন্ট্যান্ট রনি সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম, ব্যাটালিয়ন ও আনসার ভিডিপির সদস্য ও সদস্যাগন।
আনসার ও ভিডিপির কার্যালয়ের কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন বলেন, বর্তমান সময়ে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যয়ে পড়েছে। এই বিপর্যয়ের কারণ পর্যাপ্ত পরিমাণ গাছপালা না থাকা। এ জন্য তাপদাহের হাত থেকে বাঁচার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। আসা করছি আগামীতে এই সব গাছ বড় হয়ে তাপদাহের হাত থেকে রক্ষা করবে আমাদের।