ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জোড়কানন ইউনিয়নে ফুটবল খেলায় অংশ নিতে যাওয়ার সময় দুর্ঘটনায় সোহেল নামে আরও একজন মারা গেছে। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সোহেল লালবাগ এলাকার মো. শাহজাহানের ছেলে। সে জোড়কানন এলাকার লালবাগ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকার মেম্বার মোখলেসুর রহমান এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
জানা যায়, গত ১১ জুন বিকেলে দুর্ঘটনার পর অন্যান্য হতাহতদের সঙ্গে সোহেলকেও নিয়ে আসা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে পরে তাকে আবারও নিয়ে আসা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তি রাখা হয় আইসিইউতে। দীর্ঘ ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল বিকেলে মারা যায় সোহেল।
উল্লেখ্য, গত ১১ জুন বিকেলে সদর দক্ষিণ উপজেলা মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের পূর্ব জোড়কানন ইউনিয়ন বনাম বারোপাড়া ইউনিয়নের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জোড়কানন এলাকা থেকে দুইটি পিকআপভ্যানে করে অন্তত ২৫ জনের একটি দল মাঠের দিকে রওয়ানা হয়। এ সময় উল্টোপথে মহাসড়কে উঠলে কাভার্ডভ্যানের সঙ্গে সামনে থাকা পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৩ জন পিকআপভ্যান যাত্রী আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নিয়ে আসার পথে পিকআপ চালক মোরশেদ, যাত্রী সাকিব, ফয়সাল ও সৈকত মারা যায়। তাদের সবার বাড়ি জোড়কাননের লালবাগ এলাকায়।