শেরপুর প্রতিনিধি: শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ১৮ জুন রবিবার সকালে জেলা সদর হাসপাতালে এই কাম্পেইনের উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, জেলা হাসপাতালের সুপারটেনডেন্ট ডাঃ জসিম উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল ইসলাম,সদর উপজেলা প.প কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন,জেলা স্বাচিব এর সভাপতি ডাঃ এম এ বারেক তোতা,শেরপুর সদরে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সেন্ট্রাল কাউন্সিলর বি এম এ ডা. শারমিন রহমান অমি,জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বৃন্দ,ডাক্তার হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।