ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ফুল টাইম কোচ হিসেবে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের (সিবিএ) প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ সংবাদ মাধ্যম রেড গ্লোবো’কে নিশ্চিত করেই খবরটি দিয়েছে।
তবে আনচেলত্তি চলতি মৌসুমে নয়, ব্রাজিলের দায়িত্ব নেবেন আগামী মৌসুমে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি শেষ আগামী মৌসুমের ১ জুন। এরপরই চুক্তির ঘোষণা দিতে চান সিবিএ-এর প্রেসিডেন্ট।
সংবাদ মাধ্যম দাবি করেছে, দুই পক্ষ চুক্তির বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছে। তবে ফিফার নিয়ম অনুযায়ী, কোন খেলোয়াড় বা কোচিং স্টাফ চুক্তির এক বছর আগে নতুন চুক্তি সম্পন্ন করতে পারবেন না কিংবা ঘোষণা দিতে পারবেন না।
তবে চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগে নতুন চুক্তি সইয়ের ব্যাপারে সম্মত হতে পারবেন। ওই অর্থে ব্রাজিল কনফেডারেশন এবং আনচেলত্তি চাইলে আগামী বছরের ১ জানুয়ারি চুক্তি করতে পারবে এবং চুক্তির বিষয়ে কথা বলতে পারবে।
বর্তমান ব্রাজিল দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মানো মেনেসেজ। তিনিই কার্লো দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন। আগামী বছর কোপা আমেরিকা আছে। তার এক মাস আগে দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচই ব্রাজিলে কনফেডারেশনের এক, দুই ও তিন নম্বর পছন্দ বলে সংবাদ মাধ্যম দাবি করেছে।