শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন সাদা শাড়িতে বিধবা বেশে মধুমিতা
সাদা শাড়িতে বিধবা বেশে মধুমিতা

সাদা শাড়িতে বিধবা বেশে মধুমিতা

ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন যিনি। 

পর্দায় এই অভিনেত্রীকে এক রূপে দেখা মিললেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রায় সময়েই নিজের খোলামেলা লুকে চমকে দেন।

 

তবে সম্প্রতি এই অভিনেত্রীর দেখা মিললো বিধবার বেশে। শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন মধুমিতা। যেখানে তাকে দেখা গেছে একটা সাদা শাড়িতে।

খোলা চুলে বিমর্ষ হয়ে বসে আছেন, আবার কখনো অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন। ‘ভুলিতে নাহি পারি…’— ক্যাপশন দিয়ে তিনটি ছবি আপলোড করেছেন মধুমিতা।

 

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তার ছবিতে বিনোদিনী হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই স্মৃতিই যেন ফেরালেন মধুমিতা।

প্রসঙ্গত, চলতি বছরে ‘দিলখুশ’ ছবিতে দেখা গেছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা মিলেছে তার। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 2 =