ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়শিপ। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ভেন্যুর শহরটিতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। গতকাল রাতে পৌঁছানোর পর আজ আবার হোটেল পরিবর্তন করতে হয়েছে জামাল-হ্যাভিয়েরদের।
হোটেল পরিবর্তন করার কারণ প্রসঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ঢাকা এবং কম্বোডিয়ায় যে মানের হোটেলে খেলোয়াড় ছিল এটি সেই পর্যায়ের ছিল না। তাই সকালের দিকে হোটেল খুঁজে আমরা বিকেলে নতুন হোটেলে উঠেছি।’
১৯ জুন থেকে টুর্নামেন্টের আয়োজক সাফ এবং স্বাগতিক ভারতের আতিথেয়তায় থাকবে সফরকারী দেশগুলো। টুর্নামেন্টের বাকি দিনগুলো এই হোটেলেই থাকার পরিকল্পনা বাংলাদেশের, ‘এই হোটেলে ভারত ও কুয়েত উঠবে। আমরাও এখানে থাকতে চাওয়ার বিষয়টি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়েছি।’
আজ জামাল ভূঁইয়াদের অনুশীলনের সূচি ছিল না। এরপরও হোটেল পরিবর্তন করায় খেলোয়াড়দের মধ্যে আরও বেশি ক্লান্তি ভর করেছে। ভ্রমণ ক্লান্তিতে খানিকটা জ্বরও এসেছে অনেকের, ‘ম্যাচের পরদিনই খেলোয়াড়রা রওনা দিয়েছিল। কম্বোডিয়া থেকে থাইল্যান্ড এরপর ভারত। লম্বা ভ্রমণে সোহেল রানার (সিনিয়র) কিছুটা জ্বর এসেছে। আরও দুয়েকজনও একটু ক্লান্ত।’
বেঙ্গালুরু বিমানবন্দরে এসে খানিকটা ভোগান্তিতে পড়েছিলেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। বাংলাদেশি ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন। বিদেশি কোচিং স্টাফরা ই-ভিসা নিয়ে যান। কোচিং স্টাফদের ভিসা ইস্যুতে বিমানবন্দরে একটু অতিরিক্ত সময় লাগে বলে জানান আমের, ‘বিমানবন্দরে আমরা প্রায় দেড় ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে কোচদের ই-ভিসা সংক্রান্ত বিষয়ে। এতে সবার মধ্যে ক্লান্তি আরও বেশি ভর করে।’