শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় নারায়ণগঞ্জ হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ শহর : স্থানীয় সরকার সচিব
নারায়ণগঞ্জ হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ শহর : স্থানীয় সরকার সচিব

নারায়ণগঞ্জ হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ শহর : স্থানীয় সরকার সচিব

নারায়ণগঞ্জ পৃথিবীর শ্রেষ্ঠ শহর হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সচিব মুহম্মদ ইব্রাহিম। তিনি বলেছেন, এই নারায়ণগঞ্জকে ঘিরে বেশ কয়েকটি নদ-নদী প্রবাহমান।

তার মতে, পৃথিবীর কোন শহরকে ঘিরে এত বেশি নদ-নদী নেই। এই নারায়ণগঞ্জকে যদি আমরা সাজাতে পারি তবে এই শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহর হতে পারে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে জনপ্রতিনিধিদের।

 

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব মুহম্মদ ইব্রাহিম বলেন, সম্প্রতি পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত একটি প্রতিবেদন মতে নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। তাই এখানে মানুষের গড় আয় বাংলাদেশের অন্যান্য জেলার মানুষের চেয়ে অনেক বেশি। এই এলাকা শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে মানুষের আয় বেশি। তবে এই আয় বেশি হওয়ার একটি অসুবিধাও আছে। মাদক বিক্রেতাদের লক্ষ্য থাকে ধনী এলাকায় মাদকের বিস্তার ঘটানো। মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এখন যুগোপযোগী সিদ্ধান্ত। আমি জেনে খুশি হয়েছি, এখানে মাদকের প্রভাব আগের চেয়ে অনেক কমেছে।

তিনি বলেন, বর্তমানে তৈরী পেশাক শিল্প অর্থনৈতিক সমৃদ্ধিতে বেশ প্রভাব ফেলছে। তবে ভবিষ্যতে তার চেয়ে বেশি প্রভাব ফেলবে আউটসোর্সিং। তাই আমাদের শিক্ষায় জোর দিতে হবে। এখানে কিন্তু শিক্ষার হার বেশ কম। এখানে মানুষের শিক্ষার প্রতি আগ্রহ কম, সবাই ব্যবসার প্রতি মনযোগী। যাই হোক ভবিষ্যতে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের শিক্ষিত নাগরিক প্রয়োজন। দেশের অন্যান্য জেলার অনুপাতে এখানে শিক্ষা প্রতিষ্ঠানও কম। নাগরিকের ঘনত্ব বিবেচনা করে কোথায় শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ভকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা যায় সেই দিকে খেয়াল রাখবেন।

 

নদী দূষণের প্রসঙ্গে তিনি বলেন, এখানের নদ-নদীগুলো প্রতিনিয়ত দূষিত হচ্ছে। নদীর পানি একেবারে কালো। একসময় শীতলক্ষ্যার পানি কিন্তু সুপেয় ছিল। এখন এখানে মাছ তো দূরের কথা জলজ উদ্ভিদের বেঁচে থাকাই কঠিন হয়ে দাড়িয়েছে। আপনাদের কিন্তু দায়িত্ব আছে এই নদ-নদীগুলো রক্ষায়। স্থানীয় সরকারসহ বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের আগ্রহ আছে নারায়ণগঞ্জের উন্নয়নে অর্থায়ন করার। আপনারা আমাদেরকে আপনাদের দাবি সম্পর্কে জানান। আমরা চেষ্টা করবো নারায়ণগঞ্জকে বিশ্বের বুকে একটি আধুনিক মঞ্চ হিসেবে গোড়ে তোলার।

মতবিনিময় সভা শেষে ‘স্থানীয় সরকার তথ্যকণিকা  নারায়ণগঞ্জ’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন উপভোগ করেন উপস্থিত সকলে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরলি হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান, সিভিল সার্জন এএফএম মুশিউর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 19 =