শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন
নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন

নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন

বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ডিসি গেইটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, মাসুদ হাসান বাদল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আবু হানিফ, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বি, অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের এস এম জুবাইদুল ইসলাম, শাকিল মুরাদ, এস এম জুবায়ের দিপ, নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ইলেট্রনিক মিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের শেরপুরের সমন্বয়ক নাঈম ইসলাম, সাংবাদিক বুলবুল আহম্মেদ, আজকের তারুণ্য সভাপতি রবিউল ইসলাম রতনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা খুনি চেয়ারম্যান বাবুসহ এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানান।

মানববন্ধন শেষে বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 6 =