শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা সন্ধ্যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে
সন্ধ্যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

সন্ধ্যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

চলতি ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত ডলার ও মাঠ সংকটের কারণে তা স্থগিত হয়ে যায়। 

আজ (বৃহস্পতিবার) প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

 

পরিসংখ্যানে কে কোথায়?

অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার খুব বেশি দেখা না হলেও এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দল দুটি। ১৯৮৮ সালে প্রথম সাক্ষাতে হেরেছিল লাতিন আমেরিকার জায়ান্টরা। পরের সাত ম্যাচের ৬টিতে তারা জিতেছে, ড্র হয়েছে একটি।

 

 

২০০৭ সালের পর গেল বছর কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ক্যাঙ্গারুদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসি বাহিনী। দুই দলের দ্বৈরথে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার। ১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে। ড্র হওয়া ম্যাচটির স্কোরলাইন ১-১। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৮ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৭ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৮টি।

২০২২ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অঘটনের হার বাদ দিলে ৪৫ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে মেসিরা। সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ঘরের মাঠে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

 

খেলা দেখবেন কিভাবে?

মেসির আর্জেন্টিনাকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকলেও বাংলাদেশি ভক্তদের জন্য দুঃসংবাদই থাকছে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের আজকের ম্যাচটি সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে বিকল্প উপায়ে ম্যাচটি উপভোগের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল 10 এবং লাইভ স্ট্রিমিং প্যারামাউন্ট প্লাস ও 10 প্লেতে সরাসরি দেখা যাবে। তবে বিশ্বের যে কোনো স্থান থেকে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ সরাসরি দেখা যাবে। অন্যদিকে সরাসরি লাইভ স্কোর দেখা যাবে ফোটমোবে(fotmob)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 6 =