শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি
শেরপুরে বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি

শেরপুরে বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম-ট্রেনিং সেন্টারে কর্মরত কর্মচারীদের চার বছরের বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ী করণের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মচারীরা।

বুধবার (১৪ জুন) সকালে নালিতাবাড়ী উপজেলা কর্মজীবী মহিলা হোস্টেল কাম-ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

নালিতাবাড়ী কর্মজীবী মহিলা হোস্টেল ও কাম-ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, ২০১৭ সালে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যায়ে ট্রেনিং সেন্টারের জন্য ছয়তলা একটি ভবন নির্মাণ করা হয় । এতে ৮ টি ক্যাটাগরিতে ২০১৯ সাল পর্যন্ত প্রশিক্ষন নিয়েছেন ১ হাজার ২০ জন নারী। যার মধ্যে ২২৫ জন নারী বর্তমানে বিভিন্ন কোম্পানীতে কর্মরত আছেন। তবে ২০১৯ সালের জুন মাস থেকে প্রায় ৪ বছর যাবত ট্রেনিং সেন্টারে কর্মরত ১৯ জন কর্মচারীর বেতন ভাতা বন্ধ রয়েছে । এতে ১৯ জন কর্মচারীর বকেয়া বেতনভাতা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৪৮০টাকার মত ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 3 =