বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস সভাপতি শেখ শহীদুজ্জামানের অকাল মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং লিবডেম রেডব্রিজ লেকাল কমিটির ইসি সদস্য মোহাম্মদ অহিদ উদ্দিন।
গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, শেখ শহীদুজ্জামানের অকাল মৃত্যুর খবর জেনে আমি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হয়েছি। মৃদুভাষী সদাহাস্যময় শেখ শহীদুজ্জামান আমার দীর্ঘদিনের বন্ধু এবং রাজনীতিতে ছিলেন আমার সহযোদ্ধা । অগাধ দেশপ্রেম ও ঈর্ষনীয় মেধার অধিকারী শেখ শহীদুজ্জামান আমাদের সবার কাছে ছিলেন একজন প্রিয়মানুষ।
শোকবাণীতে অহিদ উদ্দিন মরহুম শেখ শহীদুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহীদুজ্জামান গত ১৩ জুন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।