‘আমার রক্তে বাঁচলে প্রাণ, করবো না কেনো রক্তদান’ স্লোগানে জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত হয়েছে। রক্তদাতা দিবসের এবারের প্রতিপাদ্য— ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন, জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’
এ উপলক্ষে বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ সংগঠনের ব্যনারে শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছায় রক্তদানে জামালপুর সংগঠনের উপদেষ্টা ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আছাদ নূর, জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. তরিকুল ইসলাম রনি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামিম ইফতেখার, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন- মুমূর্ষু রোগী ছাড়া রক্তের প্রয়োজনীয়তা অন্য কেউ উপলব্ধি করতে পারে না। এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে রোগীর প্রাণ। সক্ষম প্রতিটি ব্যক্তিই রক্তদান করতে পারেন। রক্তদানের কোনো খারাপ দিক নেই। সুস্থ এবং দীর্ঘজীবন পাবার অন্যতম উপায় হলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করা করা।