যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে দেশটির শীর্ষ কূটনীতিক এন্থনি ব্লিঙ্কেন চলতি সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন। দুই পরাশক্তির মধে্য টানাপোড়েন বেড়ে যাওয়ায় চলতি বছরেরর ফেব্রুয়ারিতে ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করা হয়েছিল।
খবর আল-জাজিরার।
আগামী ১৬ থেকে ২১ জুনের এ সফরে ব্লিঙ্কেন লন্ডনেও যাবেন। বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বেইজিং সফরকালে ব্লিঙ্কেন চীনের শীর্ষ নেতাদের সঙ্গে ‘যোগাযোগের ব্যবস্থা চালু রাখার গুরুত্ব’ বিষয়ে আলোচনা করবেন বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং সফরে যাওয়ার কথা ছিল ব্লিংকেনের। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘নজরদারি বেলুন’ ইস্যুতে তার সফর সে সময় বাতিল হয়।