ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেছেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে আমাদের সরকারি সব প্রতিষ্ঠান কাজ করছে। সরকারের পরিকল্পনা, আমাদের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলা। কারণ আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া উপায় নাই।
বুধবার (১৪ জুন) সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
শফিকুর রেজা বিশ্বাস আরও বলেন, সরকারের পরিকল্পনা ২০৫০ সালের মধ্যে ৬০ ভাগ ছাত্র-ছাত্রী থাকবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষায়। সেই তুলনায় কারিগরি শিক্ষার হার অনেক কম ময়মনসিংহ বিভাগে। আমাদের দেশে কারিগরি শিক্ষার হার বাড়ানোর জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। যাতে ২০৪১ সালের মধ্যে সহজেই দেশকে স্মার্ট, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যেতে পারে।
পরে ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- এ স্লোগানে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর চরপাড়া মোড় ঘুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর সেমিনার কক্ষে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহমুদুন নবী শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (যুগ্ম-সচিব) ফরিদ আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।