হঠাৎ করে অসুস্থ বোধ করায় আবারও হাসপাতালে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সোমবার রাত দেড়টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ব্যক্তিগত চিকিৎসকরা।
এর আগে, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দুই সদস্য ডাক্তার এফ এম সিদ্দিকী ও ডাক্তার জাহিদ হোসেন ফিরোজার বাসভবনে গিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন। এর পরই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত আসে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সোমবার রাত ১২টায় খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে অন্য নেতাদের সাথে তার বাসভবনে দেখা করেন তারা। রাত আড়াইটার দিকে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলতে চাননি তার ব্যক্তিগত চিকিৎসকরা। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সকালে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তখন পাঁচ দিন ধরে হাসপাতালে রেখে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়। পরে বাসভবনে ফেরেন তিনি।
এর পর ২০২২ সালের জুন মাসে খালেদা জিয়ার হৃদযন্ত্রের অ্যানজিওগ্রাম করা হলে তিনটি ব্লক ধরা পড়ে। একটিতে পরানো হয় রিং।