রাজধানীসহ সারাদেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বাজারের সাথে সমন্বয় করে এবার তেলের দাম লিটারপ্রতি ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকা নির্ধারণ করেছে টিসিবি।
আজ মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে। ডিলারদের দোকান ও নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ কার্যক্রম চলবে।
কার্ডধারী ভোক্তারা সর্বোচ্চ ১ কেজি চিনি ৭০ টাকা দরে, মশুর ডাল ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি, সয়াবিন তেল লিটার ১০০ টাকা করে সর্বোচ্চ ২ লিটার পর্যন্ত কিনতে পারবেন।