উদ্বোধনের ছয় মাস পরও চালু হয়নি মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। জনবল নিয়োগ না দিয়েই গত নভেম্বরে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফলে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেবা কেন্দ্রটি কোনো কাজে আসছে না। লোকবল না থাকার দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ।
মহাসড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় মাদারীপুরের শিবচর দত্তপাড়ায় নির্মাণ করা হয় ইলিয়াস আহমদের চৌধুরী ট্রমা সেন্টার। গত বছরের নভেম্বরে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু এখনও ভবনটিতে ঝুলছে তালা।
ফলে মহাসড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় নিতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ঢাকা মেডিকেলে। এতে মাঝপথে অনেক রোগী মারা যায় বলে অভিযোগ স্বজনদের।
মাদারীপুর জেলা শাখার নিরাপদ চিকিৎসা চাই, সভাপতি অ্যাড. মশিউর রহমান পারভেজ জানিয়েছেন, গত ১৯ মার্চ এক্সপ্রেসওয়ের কুতুবপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটে। আহত হয় অনেকেই। এর পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান বলেছেন, পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক এই ট্রমা সেন্টার চালু করা সম্ভব হচ্ছে না।
ট্রমা সেন্টারটিতে দুই জন আবাসিকসহ ১২ চিকিৎসক, ১০ জন নার্স ও ফার্মাসিস্ট-টেকনিশিয়ানসহ ৩৪টি পদের একটিতেও এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।