রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে ইউক্রেনকে গত কয়েক মাসে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও সাজোঁয়া যান দিয়েছে যুক্তরাষ্ট্র।
এসব অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান চালিয়েছে ইউক্রেনের সেনারা। তবে এই অভিযান চালাতে গিয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তারা।
একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, গত কয়েকদিনে রুশদের হামলায় যুক্তরাষ্ট্রের পাঠানো ১৬টি ব্র্যাডলি ইনফ্রেন্টলি ফাইটিং যান ধ্বংস হয়েছে।
ডাচ গোয়েন্দা ওয়েবসাইট ওরেক্সের তথ্য অনুযায়ী, পাল্টা আক্রমণ চালাতে ইউক্রেনকে ১০৯টি ব্য্যাডলি ইনফ্রেন্টলি ফাইটিং যান দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৬টি ধ্বংস হওয়ার মানে হলো— মার্কিনিদের পাঠানো বিশেষ এ সাঁজোয়া যানের ১৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
চাকার বদলে ট্র্যাকে চলা এ যানগুলো সর্বোচ্চ ১০ সেনা বহন করতে পারে এবং ফায়ারিং সাপোর্টসহ সেনাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিতে পারে।
জানুয়ারির শেষ দিকে যখন এ যানগুলোর প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়, তখন মার্কিন এক সেনা কমান্ডার জানিয়েছিলেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে মার্কিন প্রশাসন যখন ইউক্রেনকে এ যান দেওয়ার ঘোষণা দেয়, তখন সংবাদমাধ্যম সিএনএনের সামরিক বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত জেনারেল জেমস স্পাইডার জানিয়েছিলেন, এসব যান যুদ্ধক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু এরসঙ্গে গোয়েন্দা তথ্য, দূরপাল্লার কামান এবং আকাশ শক্তি লাগবে। নয়ত এই যানগুলোর সুবিধা আদায় করা যাবে না।
সূত্র: সিএনএন