জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার ৩নং সংরক্ষিত ওয়ার্ড (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোটার উপস্থিতি কম নিয়েই শান্তপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।
সোমবার (১২জুন) কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম নিয়েই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ১০টি কেন্দ্রের ৮৫ টি বুথে ২৯ হাজার ৬ শত ৯১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। উপ-নির্বাচনে এই শুন্য আসনের জন্য ৫ জন প্রার্থী মোছাঃ জহুর বেগম, (জবা ফুল) মোছা, নাজনীন আক্তার (অটোরিকসা)মোসাম্মৎ মৌসুমী আক্তার বৃষ্টি, (আনারস) মোছাঃ কাজল রেখা,( চশমা)মোছাঃ ফাতেমা বেগম মেঘলা, (আংটি) প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে। সকাল ১১টা পর্যন্ত প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামুলক কম দেখা গেছে। নারী ভোটা মাহফুজা খাতুন জানান, ভোট কেন্দ্র কোন লাইন না থাকয় খুব সহজেই ভোট দিয়ে চলে আসলাম কোন ঝামেলা ছাড়াই। তবে ভোটার উপস্থিতি বেশি থাকলে ভাল লাগতো। নতুন ভোটাররা বলেন, এই প্রথম ইভিএমের মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। প্রার্থীদের প্রতিনিধিরা বলেন, আমার প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ প্রার্থীর পক্ষ প্রচারণা করেছি। আজ সকাল থেকে ভোটারদের কেন্দ্রে আসার জন্য জানিয়েছি। সকালে বাসা বাড়িতে কাজ থাকায় দুপুর পর্যন্ত ভোটার কম থাকলে বেলা গড়ার সাথে সাথে ভোটা উপস্থিতি বেড়ে যাবে। এদিকে,অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জামালপুর জেলা পুলিশ প্রতিটি কেন্দ্রে ১০ জন করে প্রায় ২০০ পুলিশ সদস্য সহ টহল পুলিশ রেখেছে। এছাড়াও একজন করে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবে। এদিকে ভোট গননা শেষে মোছাঃ ফাতেমা বেগম মেঘলা, (আংটি) প্রতিক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, গত ১৩ মার্চ ২০২৩ সালে জামালপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা আক্তার মৃত্যুবরন করায় আসনটিকে শুন্য ঘোষণা করা হয়। তার পরিপ্রেক্ষিতে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।