ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হক সবুজ (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার রাত ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি আশরাফুল হক জুয়েল তার বড় ছেলে।
আবদুল হক সবুজ অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন।
মৃত্যুর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মরহুমের প্রথম জানাজা আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাইয়ের দারের চর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।