শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ধুমধামে হলো প্রতিবন্ধী বাবুলের বিয়ে
শেরপুরে ধুমধামে হলো প্রতিবন্ধী বাবুলের বিয়ে

শেরপুরে ধুমধামে হলো প্রতিবন্ধী বাবুলের বিয়ে

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ধুমধামে প্রতিবন্ধী বাবুল মিয়ার (২৮) বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পৌর শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বাবুল মিয়া শেরপুর আইনজীবী সমিতি কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও শারীরিক প্রতিবন্ধী। ব্যতিক্রমী এ বিয়ে নজর কেড়েছে সবার।

আয়োজকরা জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদেরই অংশ। তারা যেন অন্যান্য মানুষের মতো সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিতে আমরা তাকে চাকরি দিয়েছি, ধুমধামে বিয়ে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি প্রতিবন্ধী হলেও তারা আমাদের সন্তান।

বাবুল মিয়ার বাবার নাম মিজান মিয়া। তিনি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। কনে রহিমা খাতুন (২০) পার্শ্ববর্তী গাজীর খামার ইউনিয়নের খরখরিয়া গ্রামের মন্টু মিয়ার মেয়ে। দুই লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মুরাদুজ্জামান বলেন, সম্পূর্ণ যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে। বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নসহ বিয়ের সব খরচ আইনজীবীদের ব্যক্তিগত টাকা থেকেই করা হয়েছে। আমরা এটা দৃষ্টান্ত হিসেবে করেছি, যেন কোনো প্রতিবন্ধীর বিয়ে যেনতেন ভাবে না হয়। প্রতিবন্ধীদের প্রতি এভাবে হাত বাড়িয়ে দিলে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − thirteen =