জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহাদ ইউ চৌধুরী শাহিন।
শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে কাউন্সিলরদের গোপন ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।