শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ডিবি পরিচয়ে ১ জনকে ধরে আনতে গিয়ে গ্রেপ্তার ৩
শেরপুরে ডিবি পরিচয়ে ১ জনকে ধরে আনতে গিয়ে গ্রেপ্তার ৩

শেরপুরে ডিবি পরিচয়ে ১ জনকে ধরে আনতে গিয়ে গ্রেপ্তার ৩

শেরপুর প্রতিনিধি:  শেরপুরে ডিবি পরিচয়ে ১ জনকে ধরে আনতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৩ জন।

আজ শুক্রবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩ জন হলেন—মো. সজিব মিয়া (২০), মো. নাঈম ইসলাম (২১) ও আহনাদ আবিদ রাদ (২০)।

তারা সবাই শেরপুর সদর উপজেলার বাসিন্দা।

তাদের কাছ থেকে পুলিশ একটি খেলনা পিস্তল, একটি খেলনা ওয়াকিটকি, দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল জানান, গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে শেরপুর সদর উপজেলার মো. দেলোয়ার হোসেনের (৩২) বাড়িতে গিয়ে তার নামে ওয়ারেন্ট আছে বলে জানায়। তারা বলে যে, হয় থানায় যেতে হবে, না হলে ৫০ হাজার  টাকা দিতে হবে। তাদের আচার আচরণে সন্দেহ হলে দেলোয়ারের পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাত আড়াইটার দিকে তাদের আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে শেরপুরের একটি আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 13 =