নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি ততো উন্নত। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধু শিক্ষা দান নয়, মান সম্মত শিক্ষা দান করতে হবে। তিনি আরো বলেন, কম বয়সী ছেলে মেয়েদের হাতে এন্ড্রয়েড ফোন তুলে দিবেন না। এতে তাদের সময় নষ্ট ছাড়াও চোখ, ব্রেনসহ অন্যান্য ক্ষতি সাধিত হয়। এক ইঞ্চি জমিও পতিত না রাখার আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশ যখন উন্নতির শিখরে পৌছে যাচ্ছিল এমন এক সময় বিশ^ মহামারী ও পরে রুশ- ইউক্রেন যুদ্ধ বিশে^র অন্যান্য দেশের মতো আমাদের অর্থনীতিতেও আঘাত করেছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র, এসি ল্যান্ড, ওসি, আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য। পরে এমপির ব্যক্তিগত তহবিলের চেক বিতরণ ও এক সাংস্কুতির অনুষ্ঠানের আয়োজন করা হয়।