মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯জুন শুক্রবার বিকেলে স্থানীয় আয়নাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কাংশা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল আজিজ ধুলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ’র উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আয়ুব আলী ফর্সা, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ক্ষুদ্র বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কাংশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজল মাহমুদ কাবুল প্রমুখ। সাংগঠনিক সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইগাতী থেকে দলীয় মনোনয়ন দেয়ার জন্যে বক্তারা দলীয় হাই কমান্ডের প্রতি জোর দাবী জানান। বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হলেও এ পর্যন্ত ঝিনাইগাতী থেকে দলীয় কোন মনোনয়ন দেয়া হয়নি। কাজেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইগাতী থেকে দলীয় মনোনয়ন দেয়া হউক। সাংগঠনিক সভা শেষে আয়নাপুর বাজারের গণসংযোগ ও পথ সভা করেন। এ সময় কাংশা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মি সহ শত শত জনতা উপস্থিত ছিলেন।