নিজস্ব প্রতিনিধি: দ্রুততম সময়ে জামালপুরের শাওন হত্যাকান্ডের মূল আসামী শহীদ গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার। জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের স্বার্বিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর তত্ত্বাবধানে তদন্তকারী অফিসার এসআই সুমন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থানার মামলা নং-২৩/৪৮৫, তারিখ-০৬/০৬/২০২৩, ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/১০৯ পেনাল কোড ১৮৬০ এর এজাহার ভুক্ত ১ নং ও মূল আসামী মোঃ শহিদ মিয়া (৪৫), পিতা-মৃত মোফতারুল ইসলাম বর্সা , সাং- নান্দিনা (পুরাতন পাড়া), থানা ও জেলা-জামালপুর কে গত শুক্রবার রাতে জোকা এলাকা থেকে অভিযান পূর্বক গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনা স্থলের নিকটবর্তী পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। আসামী কে জিজ্ঞাসাবাদ শেষে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে গত-০৪/০৬/২০২৩ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৫ ঘটিকার সময় অত্র থানাধীন নান্দিনা সাকিনের নেকজাহান রোড়স্থ শাহীন স্কুলের সামনে পাকা রাস্তার উপর ডিসিষ্ট শাওন হোসেন ফরিদ (১৮), পিতা-গোলাম মোস্তফা কে উক্ত আসামী তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ডিসিষ্টকে বুকের ডান পাশে স্বজোরে ঘাই মেরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করলে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।