ম্যানচেস্টারের দুই দল একই ম্যাচে মাঠে নামলে বরাবরই সেখানে উত্তাপ থাকে। তবে এখনও পর্যন্ত বড় কোনো আসরের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়নি ম্যানচেস্টার সিটি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এফএ কাপের ফাইনালে মুখোমুখি এই দুই ইংলিশ ক্লাব। তাইতো এই ম্যাচ ঘিরে একটু বেশিই উচ্ছ্বসিত ফুটবল ভক্তরা।
আজ রাতে এফএ কাপের শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে ইউনাইটেড ও সিটি। ওয়েম্বলিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।
এফএ কাপ ফাইনালে শুরুর একাদশ
ম্যানচেস্টার সিটি
স্টেফান ওরটেগা, রুবেন দিয়েস, ম্যানুয়েল অ্যাকানজি, কাইল ওয়াকার, রদ্রি, জন স্টোনস, জ্যাক গ্রিলিশ, বার্নার্ডো সিলভা, আর্লিং হল্যান্ড, ইল্কে গুন্ডোগান ও কেভিন ডি ব্রুইন।
ম্যানচেস্টার ইউনাইটেড
ডেভিড ডি হেয়া, রাফায়েল ভারানে, ভিক্টর লিন্ডেলফ, লুক শ, অ্যারন ওয়ান-বিসাকা, ক্রিস্টিয়ান অ্যারিকসেন, ফ্রেড, ক্যাসেমিরো, রাশফোর্ড, জাডন সানচো ও ব্রুনো ফার্নান্দেস।