ঠিকানা বদলাবেন লিওনেল মেসি, নাকি পিএসজির হয়ে চালিয়ে যাবেন খেলা; নানা উড়ো খবরের মাঝে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন। লিগ ওয়ানের ক্লাবটিতে নাকি আরও এক মৌসুম থাকবেন আর্জেন্টাইন তারকা।
ফরাসি গণমাধ্যম লো পারিজিয়াঁ বুধবার জানায়, অন্তত ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত পিএসজির হয়ে খেলবেন ৩৫ বছর বয়সী মেসি। কোনো সূত্রের নাম উল্লেখ না করে তারা লিখেছে, এরই মধ্যে নাকি উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে।
“পিএসজিতে মেসি অন্তত আরও এক মৌসুম থাকবেন, ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপের মাঝামাঝি সময়ে এমন একটি চুক্তি করা হয়েছে।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিএসজি কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালে বার্সেলোনা থেকে ২ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি মৌসুম পর্যন্ত।
মেসির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে আশার কথা বারবার বলে আসছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এ মাসের শুরুতে তিনি বলেছিলেন, ফরাসি ক্লাবটিতে আনন্দে আছেন সময়ের সেরা ফুটবলার। বিশ্বকাপের পর তার সঙ্গে কথা বলবে ক্লাবটি।