শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ মনির ইসলাম ও বরাত নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (১৪ নভেম্বর) রাতে সদর উপজেলার মীরগঞ্জ উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মনির ওই এলাকার ফজল সেখের পুত্র ও বরাত, আতর আলীর পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান। জেলা গোয়েন্দা শাখা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরগঞ্জের উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মনির ও বরাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও নগদ ৭৩ হাজার ২শ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সোমবারে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।