নকলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

25

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তব অর্পণ করা হয়।

এসময় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা কোর্ট চত্বর মুজিবশতবর্ষ মুক্তমঞ্চে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্ধসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও শেরপুর সদর, নালিতাবাড়ি, শ্রীবরদী ও ঝিনাইগাতীতেও এ দিবসটি পালিত হয়েছে।