নিজস্ব প্রতিনিধি : ফ্রান্সে মহানবী (সঃ) কে কটুক্তি এবং ব্যাঙ্গাত্বক কার্টুন প্রকাশের স্থায়ী প্রতিবাদ স্বরুপ নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের সামনে আল্লাহ ও রাসূল (সঃ) এর স্থায়ী নামফলক এবং পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে। আজ ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নন্নী ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম সমাজ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ সাধারণ জনগণের উপস্থিতিতে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন নামফলকটি উদ্বোধন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মুখলেসুর রহমান রিপন উপস্থিত ছিলেন।
উক্ত নামফলক স্থাপন প্রসঙ্গে ২ নং নন্নী ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বলেন, ” মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজিখুশি করানোর লক্ষ্যে এবং নবীপ্রেমের নিদর্শন স্বরুপ ‘ফোয়ারা-রাসূল (সঃ) ‘ নামের এই নামফলক স্থাপন করা হয়েছে। আশাকরি এর ফলে সকলের কাছে নন্নী ইউনিয়নের সুনাম ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।”